Home / 2019 / July

আগে শুনতাম  দেশে খালি মেয়েরা ধর্ষন হয় এখন দেশে পোষা প্রাণিদের ও ছাড়ছেনা ধর্ষকরা। তেমন একটা ঘটনা ঘটেছে নোয়খালিতে। হাসান আহমেদ উরফে তানভির নামে এক ছেলে নোয়াখালীর সোনাইমুরী তে কুকুরকে ধর্ষন করার সময় হাতে নাতে ধরা খেলো। তখন পাবলিক তার এই কুকর্ম দেখে তাকে গণধোলাই দেয়।  আর তাকে জুতার মালা পরিয়ে কাম ধরে উঠ বস করিয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে কুকুরটির অবস্থা ভালোনা আর কুকুরটি ছিলো ছেলে কুকুর। ককুরটির প্রচুর রক্তক্ষরন হয়েছে।এলাকার লোকজন এখন হাসান(তানভির) কে কুকুরটিকে বিয়ে করার জনয বলছেন।